৭০ শতাংশ বিনিয়োগ রাজ্যে রয়েছেঃ হর্ষবর্ধন নেওটিয়া

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিশ্ব বাংলার বাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত হতে দেখা গেল তাবড় শিল্পপতিদের। এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতেও দেখা যায় শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়াকে। এরই পাশাপাশি রাজ্যে শিল্পক্ষেত্রে ঠিক কতটা পরিসর রয়েছে, এবং তা বিস্তৃতির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে কী ভূমিকা, তারই ব্যাখ্যা দেন তিনি।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া জানান, ‘অম্বুজা নেওটিয়া গ্রুপ আমাদের ৭০ শতাংশ বিনিয়োগ রাজ্যে রয়েছে। শুধু কলকাতা নয়, পাহাড় বা অন্য ক্ষেত্রেও আমাদের বিনিয়োগ রয়েছে। রাজ্যের সহযোগিতামূলক পরিবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর  ভূমিকা নিয়ে তিনি বলেন,  ‘রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সাহায্য করেন আমাদের। রাজ্যে পাঁচটা হাসপাতাল রয়েছে আমাদের। একটা শিলিগুড়ি এবং একটা বর্ধমানে রয়েছে।’ এরই পাশাপাশি তিনি জানান, হসপিটালিটি সেক্টরে  ১৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে ইতিমধ্যেই। বাংলায় নেওটিয়া গ্রুপের একাধিক হোটেল রয়েছে।

শুধু তাই নয়, এর পাশাপাশি শিল্পপতি হর্ষবর্ধন এদিন এও বলেন, ‘তাজ গ্রুপের সঙ্গে পার্টনারশিপে আমরা কাজ করছি। দার্জিলিং, কালিম্পঙ এবং গরুমারা ফরেস্টে, দিঘা এবং শান্তিনিকেতনে আমরা আমাদের প্রপার্টি তৈরি করার চেষ্টা করছি। এখানে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ। একটা কলকাতা একটা শিলিগুড়িতে হোটেল তৈরির প্রক্রিয়া চলছে।’ এছাড়াও ১৬০০ কোটি টাকার গলফ টাউনশিপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। চলতি বছরের মধ্যেই সম্পূর্ণ হবে সেই কাজ। এরইমধ্যে নেওটিয়া গ্রুপের ৯ টা হাউজিং প্রজেক্টে কাজ চলছে। তাতে ৬৫০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।  আগামী পাঁচ বছরে অম্বুজা নেওটিয়া গ্রুপের  ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলেও জানান শিল্পপতি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =