এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলে আশা করছেন সৌরভ

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের ডাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিজিবিএস-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের সঙ্গে বাংলার তুলনা টানতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসা শোনা গেল তাঁর মুখে। সৌরভ এ দিন বলেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছেন, যাতে বাংলাও এগিয়ে যায়।’ সঙ্গে এও জানান, ক্রীড়া জগতের লোক হলেও বাংলায় ব্যবসা নিয়েও তাঁর অল্প অভিজ্ঞতা হয়েছে। এই প্রসঙ্গেই সৌরভ জানান, ‘আমি ব্যবসা বিশেষ বুঝি না। তবে গত এক বছর ধরে এই রাজ্যে বিনিয়োগ করার অভিজ্ঞতা থেকে বুঝেছি, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই নয়, ওঁর দপ্তর থেকেও খুব সাহায্য ও সমর্থন পেয়েছি। এই রাজ্য আরও বিনিয়োগ টানবে বলেই আমার আশা।’

ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন সৌরভ। বাকি ক্ষেত্রগুলির মতোই বাংলায় ক্রীড়াক্ষেত্রেও বিনিয়োগ আসবে বলে আশা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। শুধু ক্রিকেট নয়, বাংলার জন্য আলাদা করে ফুটবলের প্রসঙ্গও টানতে দেখা যায় তাঁকে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর মন্তব্য, ‘তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের সবার জন্য দিদি। তাঁকে সহজে পাওয়া যায়। তিনি একজন সাধারণ মানুষের মতোই। কোনও সাহায্য চেয়ে মেসেজ করলে এক মিনিটের মধ্যে উত্তর আসে। একজন মুখ্যমন্ত্রী হয়ে কী ভাবে এত সময় পান, ভাবতেও অবাক লাগে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − three =