মহারাষ্ট্রের বিদ্রোহে ফের পিছাল বিজেপি বিরোধী দলের বৈঠক

মহারাষ্ট্রে মহাবিদ্রোহের জের। ফের পিছিয়ে গেল বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। পটনা বৈঠক থেকে ঠিক হয়েছিল পরবর্তী আলোচনা হবে সিমলায়। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে সেই বৈঠকের দিন পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৩-১৪ জুলাই কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এই বৈঠকের কথা ঘোষণা করেন এনসিপি নেতা শরদ পাওয়ার। সেই মারাঠা স্ট্রংম্যানের দুর্গে সিঁদ কেটে ঢুকে ভাইপো অজিত পাওয়ারকে ভাঙিয়ে নিয়েছে পদ্ম শিবির। এই অবস্থায় বিজেপি বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ সিনিয়র পাওয়ারের পায়ের তলার জমি আপাতত একটু হলেও নড়বড়ে। তাই এই অবস্থায় মহাজোটের চেষ্টা পিছিয়ে বাদল অধিবেশনের পরে হবে বলে স্থির করা হয়েছে। আর তা জানান, বিরোধী জোটের মূল কারিগর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ দলের নেতা কে সি ত্যাগী। সঙ্গে এও জানানো হয়েছে, বৈঠকের দিনক্ষণ পরে জানানো হবে।

কারণ, লোকসভার বাদল অধিবেশনের আগেই বিহার ও কর্নাটক বিধানসভার বাদল অধিবেশনের দিনক্ষণে ঠোকাঠুকি হওয়ায় এখনও চূড়ান্ত নির্ঘণ্ট তৈরি করা যাচ্ছে না। সূত্রে জানা গিয়েছে, বিহারের বাদল অধিবেশন হবে ১০-২৪ জুলাই। সে কারণে নীতিশ কুমার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অনুরোধ করেন, তখন তিনি এবং আরজেডি নেতা তথা উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ব্যস্ত থাকবেন। অন্যদিকে, সংসদের বাদল অধিবেশন চলবে ২০ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =