দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এবার থেকে অনলাইনে দলের বার্ষিক হিসেব পাঠাতে পারবে। এমনটাই জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জাতীয় নির্বাচন সূত্রে এ খবরও মিলেছে যে, সোমবার সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি পাঠান হয়েছে।
প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইনের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলই এই হিসেব নির্বাচন কমিশনকে জমা দেন। বেশ কিছু অভিযোগ আসার পর এবার থেকে অনলাইন প্রথা চালু করা হল বলেই জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। সঙ্গে এও জানানো হয়েছে, একটি বিশেষ পোটালের মাধ্যমে এই হিসেব জমা দেওয়া যাবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলি প্রয়োজন মনে করলে প্রতি তিন মাস অন্তর এই হিসেব জমা দিতে পারেন। এর সঙ্গে সঙ্গে অফলাইন যে হিসেব জমা দেওয়ার যে নিয়ম রয়েছে তাও সমান্তরালভাবে চালু থাকবে।