হুমকি চিঠি প্রেরককে এবার তলব করতে চলেছে কলকাতা পুলিশ

যাদবপুরে হুমকি দেওয়া যে চিঠি এসেছিল রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রারের কাছে তার প্রেরক ছিলেনরান রায়। চিঠিতে অন্তত তাঁর পরিচয় তেমনই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় কেন সৌরভ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন তুলে হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেমন তিনি। যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি দিয়ে কড়া ভাষায় লেখা হয়েছে, সৌরভ চৌধুরীর কোনও ক্ষতি হলে রেজিস্ট্রারের পরিণতির কথাও। সেই রানা রায়ের পরিচয় খুঁজতে গিয়ে বেরিয়ে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এটাই প্রথম নয়, বহু মানুষকে এভাবে হুমকি চিঠি পাঠিয়েছেন তিনি। তাঁর নামে অভিযোগও দায়ের হয়েছে অনেক। শুধু তাই নয়, টালা থানায় ওনার নাম প্রচুর অভিযোগ আছে। ছোট ছোট ঘটনাকে বড় করে দেখানোটাই ওঁনার কাজ। স্থানীয়দের কাছ থেকে এ খবরও মিলছে রিকশা করে এলাকা ঘুরে বেড়ান। স্বভাবে রগচটা ফলে লোকের সঙ্গে খুব ঝগড়াও করেন যখন তখন।

বিশ্ববিদ্যালয়কে দেওয়া ওই চিঠির ঠিকানা দেখে ওই ব্যক্তির খোঁজ করতে গেলে পুলিশ জানতে পারে বর্তমানে তিনি রয়েছেন ভুবনেশ্বরে। টালা থানায় তাঁর নামে ভুয়ো চিঠি দেওয়ার অভিযোগ আগেও উঠেছে। সূত্রে এ খবরও মিলছে, কোচবিহারের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রানা রায়। তবে আপাতত বেশ কয়েক মাস হল মেডিক্যাল ছুটিতে আছেন তিনি। পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তিকে পরে নোটিস দিয়ে ডাকা হতে পারে।

এদিকে যে ঠিকানার উল্লেখ রয়েছে তাঁর চিঠিতে তার খোঁজ খবর করার পর দেখা যায় তালা বন্ধ অবস্থায় রয়েছে সেই ফ্ল্যাট। ওই আবাসনের আবাসিকরা অভিযোগ করছেন, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকেই নয়, আবাসনের একাধিক বাসিন্দাকেও আগে পাঠানো হয়েছে এই ধরনের চিঠি। আর তা লেখা হয় অশ্রাব্য ও অশালীন ভাষায়। প্রেরক সেই রানা রায়। টালা থানা থেকে শুরু করে লালবাজারেও ওই ব্যক্তির নামে অভিযোগ জানিয়েছেন আবাসনের বাসিন্দারা। তবে এলাকায় এই ব্যক্তি নিজেকে অধ্যাপকের পাশাপাশি প্রভাবশালী হিসেবেও পরিচয় দিতেন। যে সমস্ত চিঠি তিনি পাঠাতেন, তার সঙ্গে কখনও কখনও পাঠিয়ে দিতেন গর্ভনিরোধক জিনিসপত্রও। এমনটাই অভিযোগ আবাসিকদের। আর যে সব চিঠি পাটানো হয় সেখানে প্রেরকের ঠিকানাও একেক জায়গায় একেক রকম, কখনও সল্টলেক তো কখনও অরুণাচল প্রদেশ। তবে এবার এই চিঠির প্রেরককে তলব করতে চলেছে কলকাতা পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =