ফের প্রশ্ন উঠে গেল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে

ট্রেনে ফের প্রশ্ন উঠে গেল মহিলাদের নিরাপত্তা নিয়ে। শুধু মহিলাদের নিরাপত্তাই বা বলা হবে কেন প্রশ্ন উঠে গেছে যাত্রী সাধারণের নিরাপত্তা নিয়েও। আর এই প্রশ্নের মুখে অবশ্যই পূর্ব রেল। অথচ এই রেলের তরফ থেকেই বাগাড়ম্বরের শেষ নেই। প্রতিদিন-ই নিজেদের ঢাক তাঁরা নিজেরাই পিটিয়ে চলেছেন। অথচ কাজের বেলায় এক্কেবারে অষ্টরম্ভা ছাড়া আর কিছুই নয়। আর তা ফের আরও একবার প্রমাণিত রবিবারের রাতের ঘটনায়। কারণ এদিন লোকাল ট্রেনেই উঠল হেনস্থার অভিযোগ। প্রথমে ট্রেনের ভিতরে হুমকি, হেনস্থা তরুণীকে, পরে শিয়ালদহের মতো জনবহুল স্টেশনে প্লাটফর্মে ফেলে মারধর তরুণীর সঙ্গীকে, এমনটাই অভিযোগ। এই ঘটনার অভিযোগ জিআরপিতে জানানোর পর তবে গ্রেফতার করা হয় তিনজনকে। আর এখানেই প্রশ্ন কোথায় আরপিএফ বা জিআরপি!

সূত্রে খবর, রবিবার রাত ৯টা ৩০ থেকে ৯টা ৪৫-এর মধ্যে ঘটনাটি ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার ২১ নম্বর প্লাটফর্মে। অভিযোগ, পুলিশের সামনে জিআরপি আউটপোস্টে বসেও তরুণী ও তাঁর বন্ধুকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা। রাতেই লিখিত অভিযোগ জানান তরুণী। প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে গ্রেফতার করে জিআরপি।

তরুণী জানিয়েছেন, বন্ধু তথা ‘বয়ফ্রেন্ডে’র সঙ্গে ঢাকুরিয়া থেকে শিয়ালদহগামী ট্রেনে ওঠেন তিনি। পার্ক সার্কাস থেকে ওই ট্রেনে থেকে ওঠে তিন যুবক। তারা তরুণীর ছবি মোবাইলে তোলার চেষ্টা করে। তরুণী বলেন, ‘আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা ছবি তোলার চেষ্টা করে, বলে সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব। আমি কে জানিস না।’ এরপর শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢুকতেই তরুণী সপাটে চড় মারেন ওই তিনজনের মধ্যে এক যুবককে। এরপরেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা। অভিযোগ, এরপর তিনজন চড়াও হয় তরুণীর বন্ধুর ওপর। প্লাটফর্মে ফেলে মারা হয় ওই যুবককে। সেখানে কোনও পুলিশ দেখতে পাননি তরুণী। তিনি বলেন, ‘লিখিত অভিযোগ দায়ের করার সময়ও ওই তিনজন পুলিশের সামনে বলতে থাকে, কার গায়ে হাত দিয়েছিস জানিস না। দেখে নেব। জানিস না আমি কে।’ ফলে সমগ্র ঘটনায় প্রশ্ন উঠেছে ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =