আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার এফআইআর-এর হুঁশিয়ারি কুণালের

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার এফআইআর-এর হুঁশিয়ারি তৃণমূল নেতা কুণাল ঘোষের। এদিকে সোমবার বিকাল পাঁচটায় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে জুনিয়র ডাক্তারদের। এরপরও স্বাস্থ্য ধর্মঘটের নামে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করলে আন্দোলনের অন্যতম দুই মুখ দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নিদান দিলেন তিনি।

সোমবার নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। তাতে লেখেন,  ‘মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক সফল হোক। যদি জেদ করে বৈঠক ভেস্তে মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘট হয়, তাহলে যদি বাংলার কোনও রোগীর ক্ষতি হয়, নিকটবর্তী থানায় ডাঃ দেবাশিস হালদার, ডাঃ অনিকেত মাহাতোর নামে এফআইআর করুন। কারণ এরাই মূল প্ররোচক। সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ও ডাক্তার। তবে ডাঃ কিঞ্জল নন্দর নাম দেবেন না। কারণ ও ওদের সঙ্গে থাকলেও, সূত্রের খবর, বিশৃঙ্খলায় একমত নয়।’

কুণাল ঘোষের আরও বক্তব্য, ‘চিকিৎসা পাওয়া আপনার মৌলিক অধিকার। প্ররোচনা দিয়ে তা থেকে বঞ্চিত করা আইনত অপরাধ। অনশনের কারণে যদি জুনিয়রদের কারোর কোনও ক্ষতি হয়, তাহলেও মূলত এরা দুজন, এদের প্ররোচনাদাতারা দায়ী থাকবে। মুখ্যমন্ত্রীর বারবার অভিভাবকের মতো সংবেদনশীলতার পরিচয় দিয়ে অনশন প্রত্যাহার করে আলোচনা করা বলছেন। বাম-অতি বামদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না।’

প্রসঙ্গত, গত শনিবার যখন মুখ্যমন্ত্রী অনশনকারীদের ফোন করেছিলেন, তখন তাঁদের দশ দফা দাবি পড়ে শোনাতে বলেন। প্রথমেই ছিল স্বাস্থ্যসচিবের পদত্যাগ। সেটি নাকোচ করে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিলোত্তমার ন্যায়বিচার, সেখানে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে সহমত পোষণ করেছেন। রেফারেল সিস্টেমের ক্ষেত্রে সেন্ট্রালাইজড সিস্টেমের কথা বলা হচ্ছে, সেটা পাইলট প্রজেক্ট হিসাবে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু এখনও জুনিয়র চিকিৎসক স্বাস্থ্যসচিবের অপসারণের দাবিতে অনড় রয়েছেন। এদিন বিকাল পাঁচটার বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কোন দিকে এগোয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =