হাসপাতাল থেকে ফিরলেন বিমান

হাসপাতাল থেকে ফিরলেন বিমান বসু। গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পান তিনি। তাঁর বাড়ি বলতে আলিমুদ্দিন স্ট্রিটের মুজ্ফফর আহমেদ ভবন। সেখানেই রাতে ফিরেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। জানা গিয়েছে, সুস্থ হয়েই ফিরেছেন তিনি। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।

গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৪ বছরের বিমান বসুকে। গত কয়েকদিন ধরে নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে। সেইভাবে কোনও সমস্যা ধরা পড়েনি। চামড়ার ক্ষেত্রে একটু সমস্যা পাওয়া গিয়েছে ঠিকই, যা বয়সজনিত কারণে বলে জানা গিয়েছে। তবে সেটা খুবই সামান্য বিষয় বলে দলীয় সূত্রে খবর।

দক্ষিণ কলকাতার হাসপাতালে ভর্তি হলেও মঙ্গলবার সকাল থেকেই সুস্থ হতে শুরু করেন বিমান বসু। সেই সঙ্গে দলীয় দফতরে থাকাকালীন তাঁর যে প্রতিদিনের খাওয়া দাওয়ার অভ্যাসে ছেদ পড়েনি বলে খবর।

বয়স বাড়লেও দলীয় কাজে কোনওদিন ছেদ পড়তে দেননি বিমান বসু। কয়েকদিন আগেই দক্ষিণ দিনাজপুরে গিয়েছিলেন দলীয় কর্মসূচির জন্যই। সেখান থেকে ফিরছিলেন তিনি। মালদহ থেকে হঠাৎই শরীর খারাপ হতে শুরু করে তাঁর। সোমবার সকালে শিয়ালদহ স্টেশন থেকে নামেন। আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সন্ধ্যার পরও জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =