এথার এনার্জি ক্রেতাদের জন্য চালু করল এথার কেয়ার সার্ভিস প্ল্যান

এথার এনার্জি তার গ্রাহকদের জন্য চালু করল এথার কেয়ার সার্ভিস প্ল্যান। এথার কেয়ার প্ল্যান বিনামূল্যে নির্দিষ্ট সময় অন্তর রক্ষণাবেক্ষণের খরচ জোগায়, যন্ত্রাংশের ক্ষয় হলে বদলানোর ক্ষেত্রে ছাড় দেয় এবং এক্সপ্রেস কেয়ার এবং পলিশিংয়ের মতো মূল্যযুক্ত পরিষেবাও দেয়। ফলে এতে ক্রেতারা স্বাচ্ছন্দ্য ও সঞ্চয় দুটো সুবিধাই পান।

এদিকে ক্রমশ আরও বেশি বেশি করে ক্রেতা প্রারম্ভিক ৩ বছরের ওয়ারেন্টি থেকে বেরিয়ে যাচ্ছেন। আর তা নজরে আসতেই এথার বুঝতে পেরেছিল যে এর ফলে এমন একটা প্ল্যান প্রয়োজন যা গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণের আর্থিক দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করে। আর সেই কারণেই এথার কেয়ার তিনটে পরিচর্যার প্ল্যান দেয় – এথার কেয়ার, এথার কেয়ার প্লাস এবং এথার কেয়ার ম্যাক্স – যা ক্রেতাদের তাঁদের পছন্দসই একটা প্ল্যান বেছে নেওয়ার সুযোগ দেয়। তিনটে এথার কেয়ার প্ল্যানই তৈরি করা হয়েছে ১ বছর অথবা ১০,০০০ কিলোমিটার, যা আগে পূরণ হয়, সেই পর্যন্ত চালু থাকার জন্যে। এর ফলে এথারের মালিকদের জন্যে সার্বিক রক্ষণাবেক্ষণের বিকল্প নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =