আগামী দু’দিন আরও অস্বস্তি বাড়াবে গরম, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রাও। সঙ্গে নূন্যতম আপেক্ষিক আর্দ্রতা ও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। মোট কথায়, বৃহস্পতিবার থেকেই পারা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। তবে ৪৮ ঘণ্টার মাথায় কিছুটা হলেও মিলবে স্বস্তি।
শনিবারে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যেতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে। হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বেশ কয়েকটি জেলায় দাপট দেখাবে ঘন কুয়াশা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা থাকছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে।
কলকাতাতেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে শনিবার থেকে ফের নতুন করে ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে তাপমাত্রা। তবে কুয়াশার দাপটের কারণে বিমান চলাচলে সমস্যা হতে পারে।