প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা যাদবপুর কর্তৃপক্ষের

অবশেষে টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য শেষ পর্যন্ত পৃথক হস্টেলের ব্যবস্থা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস রজত রায় এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউ বয়েজ় হস্টেল এবার থেকে শুধুমাত্র স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট করা হল। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে নিউ বয়েজ় হস্টেলে যেসব সিনিয়ররা আছেন, তাঁদের অন্য হস্টেলে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিউ বয়েজ হস্টেলের সিনিয়র পড়ুয়াদের কোন হস্টেলে পাঠানো হবে, সেই বিষয়ে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন এদিনের নির্দেশিকায় ডিন অব স্টুডেন্টস। উল্লেখ্য, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের বন্দোবস্তের কথা ইউজিসির নিয়মাবলীতে অনেক আগে থেকেই বলা রয়েছে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এতদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই নিয়ম মানা হত না। এবার শেষ পর্যন্ত যাদবপুরের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেলের ব্যবস্থা করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 8 =