শর্ত সাপেক্ষে জামিন পেলেন মানিক ভট্টাচার্য

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিন দেন। এদিকে আদালত সূত্রে খবর, জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিককে।

ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জামিনের আবেদন জানান মানিক ভট্টাচার্য। সেই মামলাতেই বৃহস্পতিবারে এই নির্দেশ। এর পাশাপাশি হাইকোর্ট এ নির্দেশও দেয়, মানিক ভট্টাচার্যকে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তে সাহায্য করতে হবে। ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে। পাশাপাশি  নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক। কোনও সাক্ষীর উপরে যাতে কোনও  প্রভাব না খাটানো হয়, সেটাও স্পষ্ট করে দেন বিচারপতি।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে। এর আগে মানিক একাধিকবার জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু বারবারই তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে ইডি প্রতিবারই জামিনের বিরোধিতা করেছিল। শুনানি চলাকালীন এজলাসে মানিককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন মানিকের স্ত্রী ও ছেলেও।  হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয়। মানিকের পুত্র শৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে।  সম্প্রতি ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে মানিক প্রকাশ্যে  বলেছিলেন, ‘তৈলাক্ত বাঁশ বেয়ে আমি দু’ফুট করে উঠছি। এক ফুট করে নামছি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =