মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে এসইউসিআই ছাড়া যোগ দেবে না কোনও বিরোধী পক্ষ

পশ্চিমবঙ্গ দিবস পালনের দিনক্ষণ ঠিক করতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সেই বৈঠকে থাকবে না বাম, কংগ্রেস। গরহাজির থাকবে বিজেপিও। সূত্রে খবর, কেবলমাত্র এসইউসিআই প্রতিনিধিরাই সম্মেলনে যোগ দেবেন।

প্রসঙ্গত, ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক, চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেন রাজ‌্যপাল নিজেও। চলতি বছর রাজ‌্যপাল সিভি আনন্দ বোসকেও  ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে এই দিনটি পালন করতে দেখা গেছে। তবে রাজভবনের প্রস্তাবের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য। তার আগে মঙ্গলবার বিকেল চারটেয় সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্ত সেই বৈঠকে কার্যত অংশ নেবে না কোনও বিরোধী দলই।

রাজ্যের শাসকদলের ডাকা বৈঠক আগেই বয়কট করেছিল বিজেপি। এদিন বামফ্রন্টের যুক্তি, চারিদিকে এত হিংসা, এই পরিস্থিতিতে এই ইস্যুতে আলোচনার মতো মানসিকতা নেই। তবে বিজেপির ২০ জুনের যুক্তিকেও সমর্থন করছে না বামফ্রন্ট। কংগ্রেস প্রথমে বৈঠকে যাবে বলে ঠিক হলেও বামেরা বয়কট করায় তারাও যাবে না বলে জানিয়েছে। তবে এসইউসিআইয়ের প্রতিনিধিরা যাবেন। তাঁদের তরফে যাবেন অমিতাভ চট্টোপাধ‌্যায়, তরুণ মণ্ডল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =