এবার ইডি-র হাতে গ্রেপ্তার প্রয়াগ গ্রুপের মালিক বাসুদেব বাগচি এবং তাঁর ছেলে অভীক বাগচি। মঙ্গলবার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে তাঁদের ফ্ল্যাট, বেহালা এবং জোকার আরও দুই জায়গায় দিনভর তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এরপরই মুম্বই থেকে গ্রেপ্তার করা হয় বাবা ও ছেলেকে। তাঁদের বিরুদ্ধে আমানতকারীদের টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। সূত্রে খবর, বুধবার আদালতে তোলা হবে […]