নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ আনতে চলেছেন বিরোধীরা। সে ব্যাপারেও ভাবনা-চিন্তা শুরু হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে। ইতিমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায় কি না,কীভাবে আনা যায়,কী প্রস্তাবনা তোলা হতে পারে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে বিরোধীদের তরফে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে রয়েছেন, কংগ্রেসের জয়রাম নরেশ, তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায়, ডিএমকে সাংসদ তিরুচিশিবা, সিপিএম সাংসদ এলামারান করিম, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব এবং এনসিপি-র বন্দনা চৌহান। গোটা বিষয়টি নিয়ে বুধবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠকে বসবেন বিরোধী জোটের সাংসদরা।
‘ইন্ডিয়া’ সূত্রে খবর,রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ভূমিকা নিরপেক্ষ নয় বলে অভিযোগ বিরোধীদের। তিনি লাগাতারভাবে বিভিন্ন বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করে যাচ্ছেন বলে অভিযোগ। এর প্রতিবাদ জানাতেই চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবনা-চিন্তা করছে ‘ইন্ডিয়া’ জোট। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ব্যাপারে সুনির্দিষ্ট সাংবিধানিক রীতিনীতি রয়েছে। যদিও সেই প্রস্তাব পাশ করানোর মতো সংখ্যাগরিষ্ঠতা বিরোধীদের নেই। তবু চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রতিষ্ঠিত করতেই বিরোধীরা এই পদক্ষেপ করার ভাবনা-চিন্তা করছেন বিরোধীরা। এরপর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হলে তার খসড়া এই কমিটি তৈরি করবে। তবে গোটা বিষয়টি স্থির হবে বুধবারের বৈঠকের উপর।