আজকের রাশিফল

আজকের রাশিফল

 

 

মেষ (March 21-April 20)

আপনার নেতৃত্বগুণ তুঙ্গে থাকবে। তবে অতিরিক্ত রাগের কারণে কারও সঙ্গে ঝামেলার আশঙ্কা থাকছে। ব্যবসায় সুখবরপ্রাপ্তি।

বৃষ (April 21 – May 20)

আলোচনা বা কাজের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। কাজের ব্যাপারে বাধা আসতে পারে। শত্রু থেকে সাবধান।

মিথুন (May 21-June 21)

সবক্ষেত্রেই একটু একটু করে এগিয়ে যাবেন। কর্মে বদলের সম্ভাবনা। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করুন। পরীক্ষায় দারুণ ভালো ফল হবে।

কর্কট (June 22-July 22)

আবেগের ভারসাম্য রচনা করুন। বন্ধুদের সঙ্গে বিবাদ। বাড়িতে আনন্দ ও উদ্দীপনা থাকবে।

সিংহ (July 23-Aug 23)

কর্মক্ষেত্রে গতি আসবে। হাড়ের কোনও সমস্যা ভোগাতে পারে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা।

কন্যা (Aug 24-Sep 23)

পরিবারের সঙ্গে অবসরযাপন ও আনন্দলাভ। আধ্যাত্মিক আলোচনা থেকে মানসিক পরিবর্তন। ব্যয়বৃদ্ধি।

তুলা (Sep 24-Oct 23)

সম্পূর্ণ নিজের ভঙ্গিতে কাজ করে বেরিয়ে যাবেন ও প্রশংসিত হবেন। নানা দিক থেকে আয়ের সুযোগ।

বৃশ্চিক (Oct 24-Nov 22)

বিনিয়োগের ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন, ভালো ফল আসবে। কর্মস্থানে সাবধান হোন। আজ সারাদিন খুব ভালো ডায়েট সিস্টেমে থাকবেন।

ধনু (Nov 23-Dec 21)

বুদ্ধি ও সতর্কতা দিয়েই বাজিমাত। কোনও কারণে অশান্তি হতে পারে। ব্যবসা ভালো চলবে, আশানুরূপ আয়।

মকর (Dec 22-Jan 21)

সময়ের মধ্যে কাজ শেষ করার টারগেট রাখুন। চিকিৎসাখরচ বাড়তে পারে। সিনিয়রদের থেকে সাহায্য পাবেন ও এগিয়ে যাবেন।

কুম্ভ (Jan 22-Feb 19)

ভাগ্য আজ সব দিক থেকেই আপনাকে সহায়তা দেবে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার মিলতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন।

মীন (Feb 20-Mar 20) পেশাজীবনে সাফল্য আসবে। চাকরিজীবীদের পক্ষে সময়টা খরচের। কমিউনিকেশন খুব সহজ ও সাধারণ করুন। সকলে বুঝবে, আপনারও লাভ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =