কলকাতাতে মদ্যপ দুষ্কৃতিদের হাতে আক্রান্ত যুবক-যুবতী

কলকাতাতে মদ্যপ দুষ্কৃতিদের হাতে আক্রান্ত যুবকযুবতী। সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় টিউশন থেকে ফেরার পথে কয়েকজন মদ্য যুবক তাঁদের উদ্দেশ্যে কটূক্তি করে। এর পাশাপাশি বেধড়ক মারধর করারও অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের হলে গ্রেফতার করা হয় দুজনকে।

স্থানীয় সূত্রে খবর, বেলগাছিয়ার বাসিন্দা কৌশিক সরকার (১৮) সেদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর আরও এক বান্ধবী। অভিযোগ, দমদম পার্ক এলাকায় কিছু যুবক মদ্যপ অবস্থায় তাঁদের কটূক্তি করে। তরুণীকে ঠেলে ফেলা হয় বলে অভিযোগ। কৌশিক বাধা দিতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত তরুণতরুণী পরিবারের লোকজনকে নিয়ে স্থানীয় কাউন্সিলরের কাছে যান। কাউন্সিলর তাঁদেরকে নিয়ে লেকটাউন থানায় যায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে একটি হোটেল থেকে আটক করে। হোটেলে বেআইনি কার্যকলাপ হয় বলে অভিযোগ করছেন আক্রান্ত তরুণের বাবা। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বসাকের অভিযোগ,যে হোটেল থেকে দুজন আটক করা হয়েছে, সেই হোটেলের মালিক বিজেপি নেতা আমরজিত ঝাঁ। বিশ্বজিৎ বসাক বলেন, ‘একজন তরুণতরুণী নিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁদের বেধড়ক করে এলাকার দুজন যুবক। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 4 =