বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিতে দেখা গেল শাসকদলের বিধায়ককে। আর এ নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। আমন্ত্রণ না পাওয়া উত্তর দিনাজপুরের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রায়গঞ্জের বিধায়ক। এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
এই প্রসঙ্গে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, ‘আমি ডিএমকে জিজ্ঞেস করেছিলাম। আমি স্পষ্ট জানতে চেয়েছিলাম আমার কাছে তো কোনও কার্ড আসেনি। আপনাদের কাছে এসেছে? কিন্তু, তিনি খোঁজ নিয়ে জানেন আমন্ত্রণপত্র আসেনি। উত্তর দিনাজপুর আজ বঞ্চিত হল। এখানকার উদ্যোগপতিরা অনুষ্ঠানে যোগ দিলে তা জেলার জন্য ভাল হতো। আগে যখন আমন্ত্রণ পেয়েছি তখন বিধায়ক হিসাবে নয়, কার্ড গলায় ঝুলিয়ে ডেলিগেট হিসাবে গিয়েছিলাম। আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যা হল তা ঠিক হল না।’
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি থেকেই কলকাতায় শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি থেকে শিল্প বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। চল্লিশটির মধ্যে ২০টি দেশ এবারের সম্মেলনের পার্টনার। ইতিমধ্যেই ২০টি দেশের রাষ্ট্রদূতও কলকাতায় এসে পৌঁছেছেন।