আজ রাজ্যের ৬ কেন্দ্রের উপনর্বাচনের ফলপ্রকাশ

রাজ্যের মোট ছ’টি কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে শনিবার। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট ও সিতাইয়ের বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে। ভোটগণনার জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রের ২০০ মিটারের জারি থাকছে ১৬৩ ধারা।

গত ১৩ নভেম্বর হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের দিন সন্ত্রাসের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ এই কেন্দ্রের ৩৭টি বুথে পুনরায় নির্বাচনের দাবিও জানিয়েছিল আইএসএফ। তবে সেই দাবি মান্যতা পায়নি। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন হাজি নুরুল ইসলাম। বিধায়ক পদে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, জয়ীও হন। তবে যদিও মাসখানেক আগে তিনি প্রয়াত হয়েছেন। মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে হাড়োয়ায়। ২০টি গণনা টেবিলে থাকছেন মোট ২৪০ জন গণনা কর্মী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম, বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি, কংগ্রেসের প্রার্থী হাবিব রেজা চৌধুরী ও বিজেপির প্রার্থী বিমল দাস।

অন্যদিকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হবে ভোট গণনা। তার আগে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম চত্বর। এছাড়াও স্টেডিয়ামের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজনৈতিক দলের এজেন্টরা একে একে ভিতরে প্রবেশ করছে। মোট ১০ রাউন্ড গণনা চলবে। স্টেডিয়ামের ভিতরে এক কোম্পানি ফোর্স এবং বাইরে প্রায় ৩০০-র বেশি পুলিশ মোতায়ন করা রয়েছে।

ভোট গণনা মেদিনীপুরেও। বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে শনিবারই । সকাল থেকেই মেদিনীপুর বিধানসভার গণনা কেন্দ্র অর্থাৎ মেদিনীপুর কলেজের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এলাকা। ইতিমধ্যেই গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রবেশ করেছে কাউন্টিং এজেন্টরাও। দুটি হল ঘরে ১৮ টা টেবিলে ৩০৪টি বুথের গণনা হবে। তাছাড়া একটি টেবিলে পি ভি প্যাড এবং একটি টেবিলে পোস্টাল ব্যালটের গণনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 5 =