বাংলার সঙ্গে ঝাড়খণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা সোরেনের

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পৌঁছে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

এদিনের তাঁর কথা বলার সিংহভাগ জুড়েই ছিল, ঝাড়খণ্ড ঠিক কতটা শিল্পের জন্য বিস্তৃত পরিসর। সেখানে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের পথ প্রশস্ত। হেমন্ত সোরেন বলেন, ‘ঝাড়খণ্ড এবং বাংলার মধ্যে এমন অনেক কিছু আছে,  তাতে এক-এক সময়ে মনে হয় আমরা আলাদা কেন! দেশ-বিদেশ থেকে যত অতিথি এসেছেন, তাঁদের সঙ্গেও একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।’ ঝাড়খণ্ডে বিনিয়োগের পরিসর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ঝাড়খণ্ড প্রদেশ খনিজ সম্পদের রাজ্য। প্রায় চল্লিশ শতাংশ বেশি খনিজ সম্পদ এখানে পাওয়া যায়।’ এরই পাশাপাশি নিজের রাজ্যে শিল্পোন্নয়ন ও তা বিকাশের ক্ষেত্র নিয়ে হেমন্ত সোরেন বলেন, ‘মাত্র ২৫ বছর হয়েছে আমাদের রাজ্য তৈরি হয়েছে। কিন্তু সামগ্রিক একটা বিকাশের দরজা খোলা হয়েছে। দেশ এবং দুনিয়ার বড় শিল্পপতিরা রয়েছেন। খনির সঙ্গে জোড়া বিভিন্ন সেক্টরে আমরা অবগত করতে পারি। টেক্সটাইল একটা বড় সম্ভাবনা রয়েছে।’

বিশ্ব বাণিজ্য সম্মেলনে আগত শিল্পপতিদের নিজেদের রাজ্যেও স্বাগত জানান তিনি। তিনি বলেন, এখানে যাঁরা আছেন, যাঁরা এসেছেন, তাঁদের আমাদের রাজ্যেও স্বাগতম। উদ্যোগনগরী হিসাবে আমাদের রাজ্যকে দেখার একটা আশা আমাদের আছে। দিদির সঙ্গে হাত মিলিয়ে ঝাড়খণ্ডকে শিল্পক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন হেমন্ত সোরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =