কলকাতা শহরের ট্রাফিক আপডেট

অফিস, স্কুল, কর্মস্থলে বের হওয়ার আগে শহরে বড় কোনও মিটিং-মিছিল রয়েছে কিনা, কোনও সমাবেশের কারণে রাস্তা বন্ধ থাকবে কিনা বা যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা, এইসব আগাম জানা থাকলে একটু সুবিধা হওয়ারই কথা। ফলে কলকাতা পুলিশ ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে কী খবর মিলছে তা দেখে নেওয়া যাক।

এদিন কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ একাধিক জায়গায় মিছিল এবং শোভাযাত্রা রয়েছে। যে কারণে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অফিস টাইমে কিছু রাস্তা এড়িয়ে চলাই ভালো। সেক্ষেত্রে যানজটের মুখে পড়তে হবে না।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন বেলা একটায় এন সি স্ট্রিট থেকে একটি মিছিল রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং নিউ রোড পর্যন্ত যাবে।

এরপর বেলা আড়াইটা নাগাদ একই রাস্তায় আরও একটি মিছিল রয়েছে। ফলে বেলা ১টার পর থেকে এই রাস্তার যান নিয়ন্ত্রণ করা হবে।

এরপর বেলা চারটে নাগাদ রফি আহমেদ কিদওয়াই রোড থেকে রড স্ট্রিট হয়ে ইলিয়ট রোড পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে।

পরে সন্ধ্যা আটটা নাগাদ শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড পর্যন্ত একটি মিছিল রয়েছে। স্বাভাবিক ভাবেই অফিস ফেরত টাইমেও যান নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে।

রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ একই রাস্তায় মিছিলের আয়োজন করা হয়েছে।

ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সকালের দিকে ট্রাফিকের গতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের গতি বাড়বে। শহরের এখনও পর্যন্ত কোনও দুর্ঘটনার খবর নেই। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে। তবে জন সাধারণকে ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, বাইক আরোহীদের হেলমেট পরার ব্যাপারে নির্দেশ রয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =